রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বগুড়ায় গ্রেপ্তার
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:১৯ PM আপডেট: ১৭.০১.২০২৩ ৩:০১ PM

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাজমুল হুদার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের শান্তিরাম এলাকায়। তিনি মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী ও জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মানবতাবিরোধী কাজেও সরাসরি যুক্ত ছিলেন। ২০১৭ সালের ২২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

নজরুল ইসলাম বলেন, তিন মাস আগে বগুড়ায় আসেন নাজমুল হুদা। সেখানে খান্দার এলাকায় তার ভাতিজার সঙ্গে বাবা ছেলের পরিচয়ে বসবাস করে আসছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা ও বগুড়ার র‍্যাবের যৌথ অভিযানে সোমবার রাতে তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত