শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ইজতেমা ময়দান হস্তান্তর, দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৪:০৬ PM

টঙ্গীর তুরাগ  তীরে বিশ্ব ইজতেমা প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পর স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করেছে প্রথম পর্বের আয়োজক কমিটি।

মঙ্গলবার দুপুরে দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে বিশ্ব ইজতেমা ময়দান বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন।

এরপরই দ্বিতীয় পর্বের মুসুল্লিরা ময়দানে ঢোকেন। আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) থেকে তিন দিনব্যাপী দিল্লির মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি  ও প্রতিনিধিরা।

গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত