প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শ্রেণি কক্ষে ক্লাস নিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা বেগম। সোমবার দুপুরে জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই পাঠদান করেন।
জেলার প্রশাসনিক শীর্ষ এই কর্মকর্তার ক্লাসে পাঠদান শিক্ষাঙ্গণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা। বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে সব শ্রেণীর ক্লাসে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় পাঠ্যবই হাতে নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন জেলা প্রশাসক।
ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের পাঠদান করচ্ছেন তিনি। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মেরাজ উদ্দিন বলেন, আমরা ডিসি স্যারকে চিনতাম না। তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ক্লাস নিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি।
জানতে চাইলে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ঝিনাইদহ জেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছি। জেলা প্রশাসক আরও বলেন, আমি প্রশাসনে চাকরি করলেও শিক্ষকতা পেশার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রয়েছে।
বাবু/জেএম