শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সংকট ও দুর্যোগে জনগণের পাশে থাকে ছাত্রলীগ : দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৯:০৩ PM
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে। যেকোনো সংকট ও দুর্যোগে জনগণের পাশে থাকে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাঁদপুর পৌর ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রলীগ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে। ছাত্রলীগের হাত ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। কেননা ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি লড়াই-সংগ্রাম ও দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে সফল নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে। আর আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। তাই আগামীতে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কারো সাধ্য নেই আওয়ামী লীগকে পরাজিত করার।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত