শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কমলগঞ্জে বৈদ্যতিক শর্ট সাকির্ট থেকে অগ্নিকাণ্ড, ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১১:৫৬ AM
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন  দৌলতপুর গ্রামে বিমান বাহিনী স্টেশন শমসেরনগরের দেয়াল এর বিপরীত পাশে বৈদ্যতিক শর্ট সাকির্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার  রাত ৯ টায় শমশেরনগর দৌলতপুর গ্রামে  এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে শমশেরনগরে দৌলতপুর গ্রামে বিমান বাহিনী স্টেশন শমসেরনগরের দেয়াল এর বিপরীত পাশে মো. মোশাররফ মিয়ার বসত বাড়িতে ১টি ঘর এবং তার ভাড়াটিয়া রিনা বেগম এর একটি ঘর এবং মিনা বেগমের ১ টি দোকানে আগুন লাগে। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার সার্ভিস দল শমশেরনগর পুলিশ ফাঁড়ি সহ  আশপাশের সবাই এসে দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শমশেরনগর ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক  জানান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে আগুন নেবানোর চেষ্টা করে নিয়ন্ত্রনে আনা হয়। দুটি পরিবারের একটি দোকান নগদসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি চেষ্টা করবো ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি কোনো আর্থিক অনুদান দেওয়া যায় কি না।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত