শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
পর্যটকের হারানো টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ফটোগ্রাফার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:৩৮ PM

সমুদ্র সৈকত কুয়াকাটায় ঘুরতে এসে মিজানুর রহমান (৩৯) নামে এক পর্যটকের হারানো ৪৮ হাজার টাকা পকেট থেকে পড়ে হারিয়ে যায়। সেই টাকা কুড়িয়ে পেয়ে ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে ফেরত দিলেন মো. হাবিব নামের এক ফটোগ্রাফার।


শুক্রবার (২০ জানুয়ারি) সকালে লেম্বুরবন নামক এলাকায় ওই পর্যটক পরিবার নিয়ে ঘুরতে যান। তার একই পকেটে মোবাইল ও টাকা ছিল। মোবাইল বের করতে গিয়ে টাকাটা পড়ে যায়। এরপরে মাইকিং এর মাধ্যমে টাকার সন্ধান চেয়ে প্রচার করলেও টাকা ফেরত না পেয়ে হোটেলে চলে যান মিজানুর। সেখানে ছবি তুলতে যাওয়া এক ফটোগ্রাফার টাকাগুলো কুড়িয়ে পেয়ে কুয়াকাটা ফটোগ্রাফার মালিক সমিতির সভাপতি আল আমিন কাজীকে সঙ্গে নিয়ে ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে ওই পর্যককে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পর্যটকের সন্ধান পেলে সেই হারিয়ে যাওয়া টাকা তাকে ফেরত দেওয়া হয়।


বগুড়া থেকে আগত পর্যটক মিজানুর রহমান বলেন, আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রথম এসেছি। লেম্বুরবনে ঘুরতে যাওয়ার পরে নামাজ পড়তে মসজিদে যাই। পরে পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে তাৎক্ষণিক মাইকিং করি। ভেবেছিলাম টাকা আর পাব না। কিন্তু বিকেলে পুলিশে খবর দিতে গিয়ে দেখি ফটোগ্রাফার টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওই ফটোগ্রাফার ও স্থানীয় মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছি। এত সৎ মানুষ আমি কম দেখেছি। আমার কাছে খুব ভালো লাগছে। এই অঞ্চলের মানুষ খুব আত্মীয় স্বভাবের। 


বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত