শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না : জাহিদ মালেক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৬:৫৬ PM

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় যেতে চায়। তারা ভোটে আসতে চায় না, ভোটের কথা বলে না। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসে না। 


শনিবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি খালি ক্ষমতা চায়। ক্ষমতা নিয়ে তারা কী করবে তা বলে না। ক্ষমতা নিয়ে কি গ্রেনেড হামলা করবে, মানুষকে না খাওয়াইয়া রাখবে, আগুন দিয়ে পোড়াবে? ক্ষমতায় থেকে তারা সারে, বিদ্যুতে লুটপাট করেছে। বিএনপি শুধু রাস্তাঘাটে মিছিল করে, ভাঙ্চুর করে, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে। 


তিনি বলেন, করোনার ব্যয়বহুল চিকিৎসা মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। 


এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত