গাজীপুরে টঙ্গীর তুরাগ পারে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
আখেরি মোনাজাত উপলক্ষ্যে রোববার সকাল থেকে মুসল্লিরা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। সকালে মুসল্লিদের চাপ কম থাকায় পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর আব্দুল্লাহপুর পর্যন্ত পণ্যবাহী গাড়ি ব্যতীত যাত্রীবাহী বিভিন্ন পরিবহন চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লি বাড়তে থাকায় ইজতেমা ময়দান ছাড়িয়ে মহাসড়কে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এতে বন্ধ হয়ে গেছে প্রায় সকল প্রকার যান চলাচল।
এছাড়াও বিভিন্ন যাত্রীবাহী পরিবহন বাস, সিএনজি, পিকআপ, অটোরিকশাকে আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা যাত্রীদের অপেক্ষায় ময়দানের আশপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মুসল্লি রেজাউল করিম জানান, অন্যান্য ইজতেমায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। এ পর্বের আখেরি মোনাজাত বেলা ১২টায়। তাই তাড়াহুড়ো না করে খুব ভোরে এসেছি।
-বাবু/এ.এস