মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:৫২ PM

সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি জানানো হয়।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

মঈনুল ইসলাম জানান, প্রশাসনের আশ্বাস এবং কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশনায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে।

এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সোমবার সকাল থেকে সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

গেল ৭ ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট থেকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয় ছাত্রদল ও শ্রমিক নেতা আলী আকবর রাজনকে। এই মামলায় জামিন না পাওয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রিরা। সকাল থেকে যানচলাচল বন্ধ থাকায় অনেকেই বাস-কাউন্টার এসে ফিরে যান।ফলে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বাড়তি ভাড়া।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত