বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
যশোরে ইজিবাইক চুরি মামলার আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১১:২৪ PM আপডেট: ২৩.০১.২০২৩ ১১:২৭ PM
শার্শা থানার নাভারন বাজারস্থ তালেব প্লাজার সামনে থেকে ইজিবাইক চুরির মামলায় হোতা তোরাব আটক হন। একই সাথে তার অপর সহযোগি চোর নাছির  অন্তর পুলিশের হাতে আটক হলেও অর্থ বাণিজ্যের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যশোর জেলা ম্যাজিস্ট্রেট অবান্তিকা রায়ের নিকট জবান বন্দীতে আটক তোরাব আলী জানায়, গত  (১১ জানুয়ারি) বুধবার রাতে নাভারন তালেব প্লাজার সামনে থেকে আমি তোরাব, নাছির, অন্তর মিলে একটি সবুজ রংয়ের ইজিবাইক চুরি করি। ঘটনার দুই দিন পর আমরা দুজন মিলে ভ্যানে করে ইজিবাইক থেকে ব্যাটারী খুলে যশোর নিউ মার্কেটে বিক্রি করতে গেলে, উপ-শহর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এ এস আই জাহিদ আমাদের দুই জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

এবং পরে নাছির এবং (অন্তর) কে ছেড়ে দেয়। মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ১১ তারিখে নাভারন তালেব প্লাজার সামনে থেকে বেনাপোল পোড়াবাড়ি গ্রামের ইজিবাইক চালক মাহাবুরের ইজিবাইকটি চুরি হয়ে গেলে তিনি শার্শা থানায় অভিযোগ করেন। অভিযোগের দুই দিন পর  (১৩ জানুয়ারি) তারিখে ইজিবাইক চোররা ইজিবাইকের ৫টি ব্যাটারী যশোর নিউমার্কেট এলাকায় বিক্রি করতে গেলে উপ-শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক দুই চোরসহ ৫টি ব্যাটারী আটক হয়। আটককৃত আসামিরা হলো বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া পূর্বপাড়া গ্রামের মো. নুর রহমানের ছেলে তোরাব আলী যার মামলা নং-০৭, তারিখ-১৩/০১/২০২৩

অভিযোগ উঠেছে ইজিবাইক চুরির সহযোগী একই গ্রামের মো. মনির হোসেনের ছেলে নাছির এবং অন্তরকে অর্থ বাণিজ্য করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই তদবির মিশনে ছিলো তার বড় ভাই সাংবাদিক পরিচয়দানকারী রাসেল।

এ বিষয়ে উপ-শহর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এ এস আই জাহিদ জানান, গত ১৩ তারিখে উপ-শহরের স্থানীয় লোকজন ইজিবাইকের চোরাই ৫টি ব্যাটারি সহ দুই জনকে দরে রেখে আমাকে জানালে আমি তাদেরকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসি। পরে আসামি নাছির এবং অন্তর এর বয়স কম হওয়ায় তার পরিবার আকুতি মিনতি করলে আমি তার বয়স কম দেখে তাকে ছেড়ে দেই।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত