শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বিদ্যুৎ ফেরেনি, এখনও অন্ধকারে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:০৯ AM

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় এখনও অন্ধকারে পাকিস্তান। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। করাচি, লাহোরসহ বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়ে। পুরো রাত কেটেছে অন্ধকারে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফেরার দাবি করা হলেও এখনও দেশটির বেশির ভাগ এলাকা অন্ধাকারে ডুবে আছে।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির সোমবার রাতে এক সাক্ষাৎকারে বলেন, রাজধানী ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ–সংযোগ চালু করা সম্ভব হয়েছে। সারাদেশে বিদ্যুৎ–সংযোগ পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এ অবস্থা দেখা দিয়েছে। সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশটির ২২ কোটিরও বেশি মানুষ। সূত্র: ডন নিউজ

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত