বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ২:৩০ PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়।

জানা যায়, ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে ময়মনসিংহ বর্ডার গার্ড পাবলিক বিদ্যালয়কে পরাজিত করে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল এ আনন্দ র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

এ সময় এ আনন্দ র‌্যালিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন এবং  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোঃ আসাদুজ্জামানও অংশগ্রহণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মুখরিত এ আনন্দ র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত