শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক
আসাদুল করিম মামুন,কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:২৭ PM

সকালের শীত উপেক্ষা করে সন্ধ্যা অবধি বোরো ধানের জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সকাল থেকে বিকাল সারাদিন এখন মাঠে কৃষক।

গেল আমন মৌসুমে কৃষক ধানের দাম ভালোই পেয়েছে। যে কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বোরো ধান আবাদ শুরু করেছে।

কৃষক জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো, চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট বড় হাওর গুলোতে কৃষক বোরো ধানের চারা রোপণ শুরু করে যাচ্ছে।
 
উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কৃষক মোজাহিদ, সদ্দুল মিয়া, বাবর আলী, তারা বলেন, বছরের একটি মাত্র বড় ফসল বোরো ধান। যা ঘরে তুলতে পারলে সারাবছরের ভাতের চাহিদা পুরণ হয়। তাছাড়া জমিতে যা ধান পাওয়া যায় তা বিক্রি করে কৃষি জমির খরচ থেকে শুরু করে, ছেলে, মেয়ের পড়াশোনা, ঔষধ, কাপড়, সবকিছুই আমাদের ধানের উপর নির্ভর করতে মিটাতে হয়। তাইতো আমরা বোরো ধান যাতে বেশি ফলাতে পারি সে দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছি।

তারা আরো বলেন, বাজারে জিনিস পত্রের দাম অনেক বেশি। বেড়েছে সার ডিজেল কৃষি যন্ত্রপাতির  দাম। সেই তুলনায় ধানের দাম কিন্তু তেমন বাড়েনি। তাই তারা সরকারের কাছে দাবী জানিয়েছে বোরো ধানের দাম যেন চলতি মৌসুমে বৃদ্ধি করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কেন্দুয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে. এম শাহজাহান কবির বলেন, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন মিলে ২০ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন হয়েছে।

আশা করছি আবহাওয়া অনুকূল থাকলে বোরো ধানের বাম্পার ফসল হবে। তাছাড়া সারের কোন ঘাটতি নেই। উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে।

বোরো ধানের উতপাদন বৃদ্ধি করতে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তাগন মাঠে রয়েছেন এবং কৃষক ভাইদের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত