শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সরাইল হাসপাতালের স্টোর কিপার ইসমাইল আর নেই
মোঃ রিমন খান, সরাইল
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৬:২৩ PM
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্টোর কিপার মোহাম্মদ ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে কর্তব্যরত তাঁর সহকর্মী ও ডাক্তারগণ এগিয়ে এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত এম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইসমাইল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ানপাড়া গ্রামের মো. ফজলুল হোসেন এর বড় পুত্র। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ইসমাইল হোসেন পারিবারিকভাবে বিবাহিত ও দুই সন্তানের জনক ছিলেন।

ইসমাইল হোসেন এর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

পরিবারের সূত্রে জানা গেছে, বাদ এশা সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সরাইল বিকাল বাজার সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত