বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
সংবাদ সম্মেলনে মৌসুমীর মা
নিজেরা বাঁচার জন্য আমার মেয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৫:০৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিষপান করা নারী মৌসুমী আক্তারের বিরুদ্ধে থানা পুলিশের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মৌসুমীর মা শাহানা বেগম। মৌসুমী নুরপুর গ্রামের আমিন মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে মৌসুমীর ছোট্ট দুটি ছেলেসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে মৌসুমীর মা অভিযোগ করে বলেন নিজেরা বাঁচার জন্য আমার মেয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। তিনি বলেন গত সোমবার সন্ধ্যায় আখাউড়া থানার আজিজ দারোগা কয়েকজন পুলিশ নিয়ে বাড়িতে এসে আমার মেয়ে মৌসুমীকে থানায় নিয়ে যেতে চায়। এসময় আমরা মেয়ের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কীনা জানতে চাইলে পুলিশ জানায় ওসি সাহেব যেতে বলেছে। মৌসুমী তখন বলে ‘আমার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলে আমি থানায় যাবো কেন’। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে আমার মেয়ে রাগ করে বিষপান করে । বর্তমানে আমার মেয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

চিকিৎসার সব খরচ চালাচ্ছে পুলিশ। পুলিশ বলেছে ‘পুলিশের কারণে আমার মেয়ে বিষ খেয়েছে। পুলিশ তাকে সুস্থ্য করে দিব। কিন্তু ঘটনার দুই দিন পরে লোকমুখে জানতে পেরেছি পুলিশ আমার মেয়ের বিরুদ্ধে ২০ কেজি গাঁজা উদ্ধার দেখিয়ে থানায় মামলা করেছে। তিনি দাবি করেন, আমার মেয়ের বিরুদ্ধে গাঁজার মামলা থাকলে যেদিন সে বিষ খেয়েছে তখন বলে নাই কেন। এখন নিজেরা বাঁচার জন্য আমার মেয়ের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দিয়েছে। বর্তমানে আমার মেয়ে অসুস্থ্য। আমার মেয়েকে এই মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়া হোক।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, কলেজপাড়ার একটি জমি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল গাঁজাগুলো মৌসুমীর। এ ঘটনায় মৌসুমীর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে সে নির্দোষ প্রমানিত হলে মামলা থেকে খালাস পাবে। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় আখাউড়া থানার এএসআইস আব্দুল আজিজসহ কয়েকজন পুলিশ মৌসুমীর বাড়িতে গিয়ে তাকে আটক করে থানায় যেতে বলে। এ নিয়ে পুলিশ ও মৌসুমীর বাকবিতন্ডার এক পর্যায়ে মৌসুমী বিষপান করে। পরে তাকে প্রথমে আখাউড়া হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত