শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৫:২১ PM
‘একটাই যুক্তি শিক্ষাই মুক্তি, লেখাপড়া করব সোনার বাংলা গড়বো’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে অরাজনৈতিক সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন ‘প্রতিভা ছাত্র সংগঠন’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা খাতুনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা সৈয়দ সরোয়ার সাদী রাজু প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিভা ছাত্র সংগঠনের আহ্বায়ক রোকুনুজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক রেজুয়ানুল করিম রানা, আরিফুল ইসলাম, নাঈম হাসান, ইব্রাহীম সরকার, সদস্য সচীব আরিফুল ইসলাম, ইমন সাদিক, রুমন প্রমুখ।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত