শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
জার্মানির পর ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:১৮ AM

জার্মান চ্যান্সেলর শলৎসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠাবার কথা ঘোষণা করলেন। জো বাইডেন ঘোষণা করেছেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাঙ্ক ইউক্রেনকে দেবেন।

হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাঙ্ক।’

গতবছর মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১০০ বিলিয়ান ডলারের সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অর্থ দিয়েই এই ট্যাঙ্ক ও অন্য সামরিক সামগ্রী পাঠানো হবে।

এর আগে জার্মানির চ্যান্সেলর শলৎস জানিয়েছিলেন, জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড-২ ট্রাঙ্ক দেবে। পার্লামেন্টে শলৎস বলেছেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তাদের যুদ্ধজয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ এই দুই ঘোষণা। ইউক্রেনে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিস থেকে বলা হয়, এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অত্যাধুনিক ট্যাঙ্ক পাওয়ার জন্য জার্মানিকে চাপ দিচ্ছিলো।

ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, আমেরিকা থেকে একটি ট্যাঙ্কও যদি ইউক্রেনে পৌঁছায়, তাহলে তাকে উস্কানি হিসাবেই দেখা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত