ডোমারে কিস্তির চাপে আত্মহননের চেষ্টা, স্ত্রীর পেটে মারলেন চাকু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ২:৫১ PM আপডেট: ২৬.০১.২০২৩ ২:৫৪ PM

বে-সরকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহনের পর সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি। ঝগড়া হাতাহাতির মধ্যেই স্বামী জাহেদুল ইসলাম (৩৬) উত্তেজিত হয়ে আত্মহননের উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে নিজের পেট কেটে দেয়, এতে তার পেট হতে ভুঁড়ি বের হয়ে যায়। এ দৃশ্য দেখে স্ত্রী নুরজাহান বেগম (৩২) বাঁধা প্রদান করতে এগিয়ে এলে তার পেটেও চাকু ঢুকে দেয় স্বামী জাহেদুল ইসলাম।
এতে উভয়কেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা রংপুরে চিকিৎসাধিন রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৫জানুয়ারী) রাত সাড়ে তিনটায় নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের কামার পাড়া এলাকায়। জাহেদুল ইসলাম উক্ত এলাকার খিজির আলী কামারের ছেলে।
জাহেদুল ইসলামের মা হাজেরা বেগম জানান, বিভিন্ন এনজিও হতে লোন(ঋণ) নিয়ে অটোরিক্সা কেনেন তার ছেলে জাহেদুল ইসলাম। মাসখানিক আগে অটোটি বিক্রি করে দেয়। এতে তার ছেলের লোনের কিস্তি চালাতে সমস্যা হচ্ছিল। ঘটনার দিন জাহেদুল বাড়ীতে না থাকায় কিস্তির টাকার জন্য কর্মীরা নুরজাহানকে চাপ দেয়।এবং দির্ঘক্ষণ টাকার জন্য তাদের বাড়ীর আঙ্গিনায় বসে থেকে টাকা না পেয়ে চলে যায়। রাতে জাহেদুল ইসলাম বাড়ীতে আসলে স্বামী-স্ত্রী কিস্তির টাকা নিয়ে তাদের শয়ন ঘরের দরজা লাগিয়ে দিয়ে আলোচনার এক পর্যায় ঝগড়া, হাতাহাতি ও চেচামেচি করছিল। সেসময় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
-বাবু/এ.এস
Also News Subject: ডোমার নীলফামারী
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com. কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
|