বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
কলমাকান্দায় আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব উদযাপন
কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৪:০১ PM আপডেট: ২৬.০১.২০২৩ ৪:০৩ PM

বাহারি পিঠার সমারোহে আইএফআইসি ব্যাংক নেত্রকোনার কলমাকান্দা উপ শাখার আয়োজনে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় অবস্থিত আইএফআইসি ব্যাংক লিমিটেড কলমাকান্দা উপ-শাখায় বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা মোড় এলাকায় ব্যাংকটির উপশাখার এ উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেবাশীষ কুমার দাস, কলমাকান্দা কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাজহারুল আলম কায়েস, আইএফআইসি ব্যাংকের নেত্রকোনা শাখার ব্যবস্থাপক কাওসার সুমন, আতিকুর রহমান মার্কেটিং এন্ড সেলস অফিসার।

কলমাকান্দা আইএফআইসি ব্যাংক উপ শাখার অফিসার ইনচার্জ সায়েদা মমি আক্তার, এ্যাসিষ্ট্যান্ট অফিসার তুষার দেব বর্মন, ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম মোস্তফা সহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারি এবং ব্যাংকটির গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বাহারি পিঠার সমারোহে ব্যতিক্রম এই আয়োজনকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের সকল স্তরের গ্রাহকরা।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কলমাকান্দা   নেত্রকোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত