রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৪৪ কেজি গাঁজা ও ১হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে র্যাব-১০ কেরানীগঞ্জ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, মো. মানিক আলী (৩৩), মো. সজীব মিয়া (২২), মো. হান্নান (২৫) ও মো. সুজন (২৪) বলে জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরের দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পৃথক দুইটি অভিযান চালায়। অভিযানে পাঁচ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটকদের বরাত দিয়ে র্যাব জানায়, আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হবে।
বাবু/জেএম