শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
রাঙ্গাবালীতে সদস্য সম্মেলন-২০২৩
'পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছুঁটে চলছে বিডিক্লিন'
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪১ PM
‘পরিচ্ছন্নতা হোক নিজের থেকে শুরু’ স্লোগানকে বুকে ধারণ করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নানা কর্মসূচীর মধ্যদিয়ে শুক্রবার দিনব্যাপী রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার অন্তত শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। 

বিডি ক্লিন রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলন রাঙ্গাবালী শাখার সমন্বয়ক মাহবুব মোর্শেদ জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব, বিশেষ অতিথি বিডি ক্লিন বরিশাল শাখার আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান, বিডি ক্লিন রাঙ্গাবালী উপজেলা শাখার উপদেষ্টা ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাক কালের কন্ঠের প্রতিনিধি এম সোহেল, মুনিম আহম্মেদ, রাসেল মাহমুদ প্রমুখ।

এ সময় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন, বিডি ক্লিন পটুয়াখালী জেলা শাখার অতিরিক্ত সমন্বয়ক কেএম জাহিদ হোসেন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বিডি ক্লিনের শপথ পাঠের মধ্য দিয়ে সকাল ৯ টায় উপজেলার বাহেরচর বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন এবং জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বিডি ক্লিন পরিবারের সদস্যদের সাথে  বাজার পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ ও সভার উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বক্তারা সারা দেশের ন্যায় রাঙ্গাবালীতেও বিডি ক্লিন পরিবার সুন্দর ও স্বচ্ছভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত রেখে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছুটে চলছে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন,বিডি ক্লিন গলাচিপা উপজেলার সহ-সমন্বায়ক শাহরিয়ার আহম্মেদ সজিব।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত