নীলফামারীর ডোমারে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাকিব হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরবেলায় উপজেলার সোনারায় ইউনিয়নের কুম বাড়িরডাঙ্গা এলাকায় নিজ বাড়ি হতে রাকিবকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। সে ওই এলাকার দুলাল হোসেনের ছেলে। বৃহষ্পতিবার দিবাগত রাত ১২টার পরে ধর্ষণের মামলা দায়ের করেন ভূক্তভোগী কিশোরীর বাবা।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ওই এলাকায় রাত সাড়ে ১০টার সময় ওয়াজ শুনে বাড়ী ফেরার পথে রাকিব শারীরীক প্রতিবন্ধী ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের স্বিকার কিশোরী বিষয়টি প্রকাশ না করলেও অস্বাভাবিক আচরণ করে। এতে তার মায়ের সন্দেহ হয়। এক পর্যায়ে সে মায়ের কাছে বিস্তারিত ঘটনা জানায়।
বৃহষ্পতিবার রাতে কিশোরীর বাবা মা ধর্ষিতা কিশোরীকে নিয়ে ডোমার থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করে। মামলা নং-১১(০১)২৩।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, বৃহষ্পতিবার রাতে ধর্ষণ মামলা নিয়ে পুলিশ সুপারের পরামর্শে শুক্রবার ভোরে রাকিবকে নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারীর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবু/জেএম