সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৭:৫৮ PM
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার আক্কেলপুর উপজেলার রায়কালীর ফুলতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ চেংগাড়ী এলাকার আনোয়ার হোসেন (৪১), নাটোরের তেগাছি ঘাট এলাকার আতাউর রহমান (৩৫), বগুড়ার শিবগঞ্জ আলাদীপুর মধ্যপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩২) ও দিনাজপুরের নবাবগঞ্জ মহারাজপুর এলাকার ইমন বাবু (২০)

ওসি আবু বক্কর সিদ্দিক জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনো মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনো যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রায়কালীর ফুলতলী বাজারে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত