শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শাজাহানপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৯:৩৫ PM
বগুড়ার শাজাহানপুরে হত্যা অস্ত্র ও চাঁদাবাজিসহ ৫ মামলার আসামি সন্ত্রাসী শাহীন আলম ওরফে পিচ্চি শাহীনকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। পিচ্চি শাহীন উপজেলার শাকপালা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে পিচ্চি শাহীন মাদলা ইউনিয়নের নন্দকুল দক্ষিণপাড়া গ্রামে পালক পিতা খলিলুর রহমানের বাড়িতে বসবাস করেন। 

শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আসামি পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেফারকৃত আসামি পিচ্চি শাহীনের বিরুদ্ধে আগের হত্যা, অস্ত্র ও মারামারির ৩টি মামলা রয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার রুহুল আজাদ রুবেল নামে এক সাবেক সেনাসদস্য পিচ্চি শাহীনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দকুল দক্ষিণপাড়া থেকে ১টি বার্মিজ চাকুসহ পিচ্চি শাহীনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামি পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত