মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বালিয়াকান্দি প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১১:০০ AM
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী উজ্জল কর্মকার জেলা সদরের বিনোদপুর এলাকার মৃত বিশ্বনাথ কর্মকারের ছেলে ও আছাদুল সরদার  গোয়ালন্দ উপজেলার যাদু ফকির এলাকার নায়েব আলী সরদারের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এসআই সনজিব জোয়াদ্দার সঙ্গীয় ফোর্স জেলা সদরে অভিযান পরিচালনা করে বিনোদপুর ৩নং ওয়ার্ড পৌরসভাস্থ লোকসেড রেলগ্যারেজ এর সামনে থেকে উজ্জল কর্মকার (৪৩)কে অনুমান পাঁচ হাজার টাকা মূল্যের ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা। 

আরেক অভিযানে এস আই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটায় জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যাদু ফকির পাড়া এলাকার সেফ হোম এর সামনে থেকে আছাদুল সরদার (২৮) কে ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ  ডিবি ওসি মনিরুজ্জামান বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত রুজু হয়েছে। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত