রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নবীনগরে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত
মো. কামরুল ইসলাম, নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:০৩ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে উপজেলার ১২ টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও ইব্রাহিমপুর দাখিল পরীক্ষা কেন্দ্রস্থিত মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন, নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ‍্যক্ষ জয়নাল আবেদীন, অধ‍্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সুপার আব্দুল মতিন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, সুপার আবুল হোসেন আহমেদ জিহাদি, সুপার মোজাম্মেল হক, সুপার জালাল উদ্দিন, সুপার মোসলেহ উদ্দিন, সুপার নাজমুল আলম, সুপার মন্জুরুল ইসলাম, সুপার মেরাজুল ইসলাম, সুপার তকী উদ্দিন আল মাহমুদ প্রমুখ।

স্বাগত বক্তব্যে মুফতি এনামুল হক কুতুবী আসন্ন দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের শ্রেণিমুখী করা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা ঐক্যমত পোষণ করে শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া   সভা অনুষ্ঠিত   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত