স্বরূপকাঠি প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে সমকাল প্রতিনিধি নজরুল ইসলামকে সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরুকে সাধারণ সম্পাদক করা হয়।
সাধারণসভার প্রাথমিক আলোচনা শেষে পুরানো কমিটি বিলুপ্ত করে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ইত্তেফাকের হালিমুর রহমান শাহিনকে প্রধান এবং দৈনিক সংবাদের ধীরেণ হালদার ও দৈনিক নবচেতনার ওমর ফারুকে সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করেন।
কমিটির অন্যান্য সমসদ্যরা হলেন সহ-সভাপতি হালিমুর রহমান শাহিন (ইত্তেফাক), আসাদুজ্জামান (নিউজ টুডে ও দেশের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক আমিন মোল্লা (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (বাংলাদেশ বুলেটিন), সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (আমার সংবাদ), প্রচার সম্পাদক রুহুল আমীন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ ধীরের হালদার (সংবাদ), দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মাসুদুল আলম অপু (জনবানী), ক্রীড়া সম্পাদকজাহিদ হোসেন (সংবাদ দিগন্ত), সদস্য একেএম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), ওমর ফারুক হান্নানুর রহমান (নবচেতনা), আতিকুল ইসলাম লিটু (নয়া দিগন্ত), একে আজাদ (ভোরের কাগজ), এম এস বাবুল (দিক দিগন্ত), রিয়াজ মাহমুদ (আমাদের নতুন সময়), এস আর রাজু (ভোরের দর্পণ), আজিজুল ইসলাম (দক্ষিণাঞ্চল ও জে টিভি), তুহিন আহসান (আলোর জগত ও ৭১ টিভি বাংলা) এবং শেখর মজুমদার (দখিনের কণ্ঠ)।
-বাবু/এ.এস