বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী কোনো কিছু নেই: শিক্ষামন্ত্রী
এম আর লিটন, ঢাকা
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ২:২৯ PM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী কোনো কিছু নেই। এ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে একটা অপশক্তি। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

গতকাল শনিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের (কে এন স্কুল) শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বেলা সাড়ে তিনটায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাচীন এই বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের সাফল্য কামনা করে ৩০ মিনিট বক্তব্য দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, আইন কমিশনের সচিব আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার প্রমুখ।

পরে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত