বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কেন্দুয়ায় সরিষার বাম্পার ফলনের আশায় সাধারণ কৃষকেরা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:৩৪ PM আপডেট: ২৯.০১.২০২৩ ৪:৩৭ PM

চলছে মাঘ মাস, মাঠ ভরা আমন ধানের যবনিকা টানতে না টানতেই আসন্ন সংকটের কথা মাথায় রেখে বেশি লাভের আশায় সরিষা বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের পাশাপাশি সরিষা থেকে অতিরিক্ত অর্থ পাওয়া যায় বলে অধিকাংশ জমিতে সরিষার চাষ করা হয়।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং, মোজাফফরপুর, পাইকুড়া, গণ্ডাসহ বিভিন্ন ইউনিয়ন সরেজমিন ঘুরে দেখা যায়, আমন ধান কাটার পর সরিষার বীজ বপন করেছন অনেকেই। তবে কোথাও কোথাও সরিষার বীজ বপনের জন্য প্রস্তুত করা হচ্ছে জমিগুলো, কোথাও আবার সরিষার চারা ৫-১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে পড়েছে।

উপজেলার চিরাং ইউনিয়নের চাষি হাবিবুর রহমান জানান, এ বছর ৮ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। সেই ধান কেটে সরিষা বীজ বুনে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় চার-পাঁচ হাজার টাকা। বিঘাপ্রতি সরিষা পাওয়া শস্য পাঁচ-ছয় মণ। তাতে খরচ বাদ দিলে ১০ হাজার টাকার মতো লাভ হয়। আশা করছি, ধানের মতো সরিষা থেকেও ভালো ফলন পাব।

এ ছাড়া গণ্ডা ইউনিয়নের সরিষা চাষি মানিক মিয়ার ১ বিঘা জমিতে সরিষার বীজ বপন করেছি। গত বছর সরিষার মণ ছিল ২,৮০০ টাকা, এবার তার থেকে বেশি হলে লাভবান হবো। আর আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে সরিষা থেকে মোটামুটি একটি ভালো অর্থ পাব। লাভও হবে বেশি যা দিয়ে পরিবারের ভরণপোষণ জোগাতে পারব বলে আশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৪৫০ হেক্টর জমিতে উৎপাদিত সরিষা বারী-১৭, বিনা-৪ সরিষা চাষ হয়েছে। এগুলো থেকে হেক্টরপ্রতি ১ দশমিক ২ টন ফলন হয়েছিল। তবে এ বছর ৭০০ হেক্টর জমিতে বারী সরিষা-১৪, বিনা-৭, বারী-১৮, বারী-১৯ বীজ বপন করা হয়েছে। যেখানে হেক্টরপ্রতি ১ দশমিক ৩ টন ফলন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম শাহজাহান কবীর বলেন, এ বছর ২ হাজার কৃষককে বারি সরিষা ১৪ বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতিটা আবাদে কৃষকদের ভালো ফসল উৎপাদনের লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ থেকে সার, বীজ, কৃষি যন্ত্রপাতিসহ প্রতিনিয়ত নানাবিধ পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও কৃষি প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভোজ্যতেলের দাম বাড়ায় পরিবারের তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন অনেক কৃষক।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কেন্দুয়া   নেত্রকোনা   সরিষার বাম্পার ফলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত