শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভস্মীভূত
মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:০৪ PM
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ইদিলপুর এলাকার ভূঁইয়া পুকুর সংলগ্ন বাড়িতে অগ্নিকাণ্ডে ১০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের ভূঁইয়া পুকুর পাড়ের পশ্চিমে অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বাড়িতে আগুন লাগার পর আমরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। টিনের ঘর থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এদিকে, ভুক্তভোগী পরিবার ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করেন।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল জানান, সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহানে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে অবিলম্বে চিকিৎসার জন্য পাঠানো হয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত