শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সাভারে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:১০ PM
সাভারের আশুলিয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় চার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সিপিসি ২ সাভার নবীনগর ক্যাম্প। 

রোববার দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় র‌্যাব ৪ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ৪-এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ জানুয়ারি গাজীপুর জেলার আরিফ নামের ১৯ বছর বয়সী এক যুবককে আশুলিয়ার শিমুলিয়ার কলতাসুতি এলাকায় গার্মেন্টেসে চাকরি দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন সেন্টু নামের এক পূর্ব পরিচিত যুবক।

পরে তার কাছে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে সে টাকা দিতে অস্বীকার করলে, তাকে কয়েকজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কলতাসুতি এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের পরিবার আশুলিয়া থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও মামলাটি ছায়া তদন্ত শুরু করেন। পরে রোববার ভোর রাতে র‌্যাব ৪ উন্নত প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী সেন্টু সরদার, জমির উদ্দিন, রাব্বি আহমেদ, ও জহিরুল ইসলামকে আশুলিয়ার জামগড়া ও গাজীপুরের সাতাইশ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। পরে তাদের দুপুরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাভার   ঢাকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত