কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের পথরোধ করে তার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সমভুরদিয়া বাজারের ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শবিবার রাতে এ ঘটনায় দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, দাউদকান্দির গৌরিপুর পেন্নাই এলাকাট আ. গাফফারের ছেলে ইয়াকুব (৩৪), দৌলতপুর গ্রামের চৌদলী পাড়া এলাকার সালাউদ্দিন চৌধুরীর ছেলে ইমরান (৩২), একই এলাকার আল আমিন (৩১), মারুফ (৩২), আশরাফুল (২৯), এনামুল (২৫), বাউরিয়া এলাকার সুজন (৩১) এবং পালের বাজার এলাকার মহসিনসহ (৩৪) অজ্ঞাত আরও ২০-২৫ জন।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূইয়া বলেন, অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
বাবু/জেএম