লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।
আজ রোববার এ উপলক্ষ্যে একটি মিছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় ডাকবাংলো শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগসহ সভাপতিত্বে গজেন্দ্রনাথের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নূরল আমিন, হাফিজ্জুল্লাহ তাইফুন, আব্দুল আলিম প্রমুখ।
বাবু/জেএম