বাগেরহাটে পৃথক স্থান থেকে সুজন সিকদার (১৬) ও অনিক অধিকারী (১৮) নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা থেকে এই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মোল্লাহাট থেকে উদ্ধার হওয়া সুজন সিকদার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিঠু শিকদারের ছেলে। সে মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ফকিরহাট থেকে উদ্ধার অনিক অধিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে। সে টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শেণির ছাত্র।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী সাকিনস্থ জনৈক পতিত অধিকারীর মৎস্য ঘের থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গত ২২ জানুয়ারি থেকে নিখোজ ছিল অনিক অধিকারি। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে। অন্যদিকে রোববার সকালে গাড়ফা গ্রামে নিজ বাড়ির শোবার ঘর থেকে সুজন শিকদারের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম বলেন, মোল্লাহাট থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বাবু/জেএম