শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
উজবেকিস্তানের প্রকল্পে বাংলাদেশি কর্মী নিয়োগে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:১৫ AM
এন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রশাসনিক পরিচালক তৈমুর আবদুল্লায়েভের সঙ্গে বৈঠক করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম। বৈঠকে তারা উজবেকিস্তানের তেল ও গ্যাস প্রকল্পে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শুক্রবার (২৭ জানয়ারি) তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, এন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানি উজবেক বাজারের অন্যতম ঠিকাদার। প্রতিষ্ঠানটি শিল্প ও প্রযুক্তিগত সুবিধা নির্মাণ নিয়ে কাজ করে। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এন্টার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিরা উজবেকিস্তানের তেল ও গ্যাস প্রকল্পে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এন্টার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করা হয় যে, অদূর ভবিষ্যতে উজবেক প্রকল্পের জন্য বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রাখবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ২০২০ সালে উজবেকিস্তানের কাশকাদরিয়া অঞ্চলে ইউজেডজিটিএল প্ল্যান্টের জন্য এরইমধ্যে ২৩৯ বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত