নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। সোমবার দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে মো. সোহাগ মিয়া (২৩), রুপসী এলাকার কামরুজ্জামানের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মাছিমপুর এলাকার মো. আরজু মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি দল গঙ্গানগর এলাকার এডিবল অয়েল লিমিটেডের সামনে রুপসী থেকে মুড়াপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার এবং নগদ টাকাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাবু/জেএম