বাংলাদেশ আওয়ামী লীগ অনেক লক্তি শালী তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির লাভ নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়ার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন,আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলেও বলেন তিনি। এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাবু/জেএম