সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চাঁদপুরে জব্দ ১৬ মণ জাটকা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:৩৪ PM
চাঁদপুরের হাইমচরের মেঘনা তীরের বাজারগুলোতে অভিযান চালিয়ে ৬৫০ কেজি (১৬ মণ) জাটকা জব্দ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড তেলীর মোড়, হাইমচর বাজারসহ আশপাশের বাজারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে। বিকেলে উপজেলা মৎস্য অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান, কোস্টগার্ড হাইমচর উপজেলা আউটপোস্ট ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে ৬৫০ কেজি জাটকা জব্দ করেছে।

অভিযানে কোস্টগার্ডের পক্ষে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর নির্দেশে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   জাটকা   জব্দ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত