বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
বইমেলায় হামলার কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ PM

অমর একুশে বইমেলায় হামলার সুনির্দিষ্ট কোনো থ্রেট বা হুমকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ওপর কোনো থ্রেট বা হামলার শঙ্কা নেই।’

তবে কোনো লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো বইমেলা ও আশেপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং  সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্তক থাকবে।’

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আর্চওয়ে গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। পুরো এলাকায় পুলিশের বিশেষ নজরদারী থাকবে। বই ব্যবসায়ীরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত গাড়ি নিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  একুশে বইমেলা   ডিএমপি কমিশনার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত