সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্টিভ স্মিথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১১:৩৯ AM
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। কিংবদন্তি অ্যালান বোর্ডারের নামে দেওয়া এই পদক চতুর্থবারের মতো জিতে সাবেক দুই অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন তিনি। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার বেলিন্ডা ক্লার্ক পদক জিতেছেন বেথ মুনি।

সিডনিতে একঝাঁক তারার মেলা। বছরজুড়ে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করা তারকাদের সানন্দে বরণ উৎসবে হাজির হয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। করোনা মহামারির পর এই প্রথম এমন জমকালো আয়োজন। আয়োজনের সবটুকু আলো কেড়ে নিলেন স্টিভ স্মিথ। খারাপ সময় পেছনে ফেলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছেন স্মিথ। তার পুরস্কারও পেলেন। চতুর্থবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতে নিলেন সবচেয়ে বেশি ভোটে।

 স্মিথ পেয়েছেন ১৭১ ভোট। তার পরের অবস্থানে থাকা ট্রাভিস হেড পেয়েছেন ১৪৪ ভোট। দুজনের মধ্যকার ভোটের ব্যবধান ২৭ ভোট। ১৪১ ভোট পেয়ে তিন নম্বরে ডেভিড ওয়ার্নার। এর পরের তিনটি স্থানে যথাক্রমে মার্নাস লাবুশেন (১৩৮), উসমান খাজা (১৩২) ও ক্যামেরুন গ্রিন (১১৯)। খেলোয়াড়, আম্পায়ার ও সাংবাদিকের ভোটে নির্বাচন করা হয়ে থাকে সেরা খেলোয়াড়।

এর আগে এ পুরস্কার সর্বোচ্চ চারবার জিতেছিলেন দুজন—রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। ২০০০ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে অ্যালান বোর্ডার পদক জিতেছিলেন স্মিথ। ভোটের জন্য বিবেচ্য সময়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৫২৪ রান ছিল স্মিথের। এ সময়ে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। স্মিথের জাদুকরি পারফরম্যান্সে এ সময়ে অস্ট্রেলিয়াও উঠে এসেছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

বর্ষসেরা নারী ক্রিকেটারের বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন বেথ মুনি। দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন তিনি। বছরের সেরা নারী ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন তিনি।

পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উসমান খাজা। এবার এ পুরস্কার দেওয়া হয়েছে গত বছর পৃথিবী ছেড়ে চলে যাওয়া কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের নামে। খাজা পেয়েছেন ২২ ভোট। ২০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে মার্নাস লাবুশেন, ১৬ ভোট পেয়ে তৃতীয় স্মিথ, সামাজিক কর্মকাণ্ডের জন্য কমিউনিটি ইমপ্যাক্ট পুরস্কারও দেওয়া হয়েছে খাজাকে।


বছরের সেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সেরা নির্বাচিত হয়েছেন মার্কাস স্টয়নিস। এ ছাড়াও 'ব্র্যাডম্যান' তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ল্যান্স মরিস। মেয়েদের ক্রিকেটে 'বেটি উইলসন' তরুণ ক্রিকেটার হয়েছে কোর্টনি সিপেল।  এ বছর হল অব ফেমে যুক্ত করা হয়েছে ইয়ান রেডপাথ ও মার্গারেট জেনিংসকে।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্টিভ স্মিথ   ক্রিকেট   বর্ষসেরা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত