রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বরিশালে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ২:৩৪ PM আপডেট: ৩১.০১.২০২৩ ৩:০৯ PM
সপ্তাহ ব্যবধানে বরিশালে হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ১০০ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

দাম বেড়ে যাওয়ার বিষয়ে জনসাধারণের অভিযোগ, সিন্ডিকেট করে এই দাম বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে তদারকি করতে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সপ্তাহ ব্যবধানে গ্যাসের দাম এত বেশি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন, এমন একজনই হচ্ছেন তানিয়া রহমান। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিজীবী। সীমিত আয়ে ৬ জনের সংসার চালাতে হিমশিম অবস্থা তার। এর মধ্যে সপ্তাহ ব্যবধানে সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে ১০০ টাকা বাড়ায় চিন্তার ভাঁজ তার কপালে।

গৃহিণী তানিয়া রহমান বলেন, ‘মাসে আমার ২টা সিলিন্ডার লাগে। আগে ২ হাজার ৬০০ টাকায় ২টা সিলিন্ডার কিনতে পারলেও এখন আমার ২ হাজার ৮০০ টাকা লাগবে। এটি তো কষ্টদায়ক।’

শুধু তানিয়া নয়, একই অবস্থা বরিশালের মধ্য ও নিম্নআয়ের মানুষের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট চক্রের ফাঁদে গ্যাসের বাজার।

রবিউল নামের এক ক্রেতা জানান, দিন দিন সব পণ্যের দাম বাড়ায় আমরা দিশেহারা। গ্যাস সিলিন্ডারের দাম বাড়াটা অযৌক্তিক। তাই দ্রুত গ্যাস সিলিন্ডারের দাম যাতে নিয়ন্ত্রণে আসে সেই দাবি জানিয়েছে হাসান নামের আরেকজন ক্রেতা।

এদিকে বিক্রিতাদের দাবি, সরবরাহ কম থাকার কারণে বিক্রি কমেছে। তবে বেড়েছে দাম। গ্যাস সিলিন্ডার ডিলার রাফিউল আলম খান বলেন, ‘আমরা অসহায়। কোম্পানি বেশি দামে বিক্রি করছে। চাইলেও কিছু করার নেই। কোম্পানি দাম কমালে আমরাও কমাব। 


তবে সিলিন্ডার গ্যাস নিয়ে কেউ সিন্ডিকেট করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।

বরিশাল ফায়ার সার্ভিসের তথ্যমতে, ছোট বড় মিলিয়ে মোট তিনশ’র মতো গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান আছে। প্রতিদিন এসব দোকানে প্রায় পাঁচ শতাধিক গ্যাস সিলিন্ডার বিক্রি হয়।

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্যাস   মুল্যে   বৃদ্বি   বরিশাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত