নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় মাসিক আইনশৃঙ্খলা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।
সভার শুরুতে কেন্দুয়া আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানা পুলিশ ইন্সপেক্টর (ওসি) তদন্ত মো. আশরাফুল আলম স্বাগত বক্তব্যে বিগত মাসের আইনশৃঙ্খলা চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলেন, বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের সহযোগিতা হাত প্রসারিত করবেন।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, স্থানীয় ইউপি মো. জাকির আলম ভূঁইয়া, মো. লুৎফর রহমান,মো. কামরুজ্জামান খান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম জিলানী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান,মো. আজিজুল ইসলাম, মো. এনামুল কবীর খান,মো. সারোয়ার জাহান কাওসার, মো. মাহাবুব আলম বাবুল, মো. শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া পল্লী বিদ্যুৎের ডিজিএম মো. মুজিবুর রহমানসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।
বাবু/জেএম