কেরানীগঞ্জে ৭টি চোরাই ব্যাটারী চালিত মিশুক অটোরিকশাসহ ২ জনকে আটক করা হয়।
সোমবার দিবাগত রাত ১টা ৪৫মিনিটে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লাকিরচর অনিক সিএনজি পাম্প এলাকা থেকে তাদেরকে আটক করে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মো: আমীনুল ইসলাম।
আটককৃতরা হলেন, উপজেলার লাকির চর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে মোঃ বিল্লাল (৩০) ও একই গ্রামের ছাত্তার মিস্ত্রির ছেলে মোঃ আজিম (৩৩)।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সা বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন যাবত অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল অটোরিক্সা- মিশুক বিভিন্ন কৌশলে চোর ও ছিনতাইকারীদের দ্বারা চুরি- ছিনতাই করাইয়া চোরাই অটোরিক্সা/ মিশুকের রং আকার আকৃতি পরিবর্তন করিয়া অন্যের কাছে বিক্রয় করিয়া আসিতেছে।
আটককৃত আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়।
-বাবু/এ.এস