চাঁপাইনবাবগঞ্জে ২ ও ৩ আসনে সংসদ উপ নির্বাচন-২০২৩ উপলক্ষে নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে এই ব্রিফিং হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার সংসদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে ডিউটি পালনের জন্য নির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। সেই সাথে নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত সকল আইনানুগ দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা, সততা ও সাহসের সাথে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য জেলা হতে আগত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। আসন দুটিতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী রয়েছেন ৯ জন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬ জন। জানা গেছে, নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিনটি উপজেলায় একজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সোমবার (৩১ জানুয়ারি) থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া দু’টি আসনে ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ১৮’শ আইনশৃঙ্খলাবাহিনী সদস্য ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
বাবু/জেএম