তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনে বসে থেকে হুঙ্কার ছাড়েন, কেন দেশে আসেন না? সৎ সাহস থাকলে দেশে ফিরে এসে রাজনীতি করুন, আপনি তো কাপুরুষ!
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেঁজগাওয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মহারানি ভিক্টোরিয়ার মতো ক্ষমতায় বসবেন! সেই দিন চলে গেছে। সেই দিন ফিরে কি আসবে আর কোনদিন? স্বপ্ন দেখা ভালো। কিন্তু দিনের বেলায় নয়। দিনের বেলা যে স্বপ্ন দেখে তাকে কী বলে? দিবাস্বপ্ন। ওই দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, লন্ডনে বসে হুঙ্কার দিচ্ছেন—টেক ব্যাক বাংলাদেশ। আলো থেকে অন্ধকারে আর ফিরে যাব না বাংলাদেশ। যারা এ দেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, তাদের মন্ত্রিত্ব দিয়েছে। যারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, যারা বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানকে সৃষ্টি করেছে, যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে তাদের সেই হাওয়া ভবনের অন্ধকারে আর ফিরে যাবে না বাংলাদেশে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কী খবর? ১০ তারিখের লাল কার্ড, বিএনপির ৫৪ দল, অবশেষে ভুয়া। বিএনপি নেতাদের শক্তি কমে আসছে, দম ফুরিয়ে আসছে, তাই তারা এখন নীরব পদযাত্রা শুরু করেছে। কেউ মারা গেলে যে নীরব শোভাযাত্রা হয়, তাদের এই পদযাত্রা সেই নীরব শোভাযাত্রার মতোই। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, রেডি আছেন তো? আসল খেলা আগামী জানুয়ারিতে। ফাইনাল খেলা জানুয়ারির নির্বাচন। খেলা হবে, খেলা হবে। নৌকা চলছে, চলবে। নৌকা চলে ভাসিয়া, ভোট দিবেন আসিয়া।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা-১৮ অসনের সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ।
বাবু/এসআর