মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
উপনির্বাচনে আবদুস সাত্তারের বিজয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৬ PM আপডেট: ০১.০২.২০২৩ ৮:৩৮ PM
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভুইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

কলারছড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট। লাঙল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন নয় হাজার ৫৮০ ভোট।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপির অপর বহিষ্কৃত নেতা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন তিন হাজার ২৩৮ ভোট। তার প্রতীক ছিল মোটরগাড়ি। গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন এক হাজার ৪২৭ ভোট।  

এদিকে নির্বাচিত হওয়ার পর দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উকিল আবদুস সাত্তার ভুইয়া। তিনি বলেন, দুঃসময়ে যারা পাশে থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাব।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপনির্বাচন   আবদুস সাত্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত