নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে আজ বৃহস্পতিবার মেট্রো রেলের ডিপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচি সামনে রেখে সকাল ৮টার মধ্যেই রাজউকের মাঠে এসে ভিড় জমিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনগুলোর নেতাকর্মীরা।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার করেছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। বিশেষ করে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত তিনশ ফুট সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে পথঘাট।
প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা, উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মী এখন ব্যস্ত সময় পার করছেন।
-বাবু/এ.এস