সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
আজ সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও লেখক রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩২ PM

আজ ২ ফেব্রুয়ারি সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও লেখক রেজাউল করিমের ১ম মৃত্যুবার্ষিকী। 

আজকের দিনটিতে কোরআন খতম, মসজিদে মিলাদ মাহফিলসহ পারিবারিকভাবে কর্মসূচী গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাউল করিমের বড় ছেলে, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি।

সাপ্তাহিক তিতাস পরিবার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে, সাপ্তাহিক তিতাস সম্পাদক রেজাউল করিম ইন্তেকাল করেছেন ।গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)।  সাংবাদিক, লেখক ও ব্রাহ্মণবাড়িয়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিমের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিকের জীবনের সমাপ্তি ঘটল। নিভে গেল ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকতার জগতের উজ্জ্বল বাতিঘর।

দীর্ঘদিন সাপ্তাহিক সাকিয়াত সংবাপত্রে কাজ করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বপ্রথম প্রকাশিত সংবাপত্র "সাপ্তাহিক তিতাস" এর মালিকানা লাভ করেন এবং প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যান সে দায়িত্ব। তার সুযোগ্য নেতৃত্ব, অসামান্য সাংগঠনিক দক্ষতা পত্রিকাকে দ্রুততম সময়ে পাঠকপ্রিয় করে তোলে।

তিনি মৃত্যুর পূর্বে যাদের জন্মে ব্রাহ্মণবাড়িয়া ধন্য, ভাষা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া, জাতীয় কবির মর্মকাহন নামের পাঠক প্রিয় তিনটি বই প্রকাশ করেন।

গত বছরের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টায় শহরের কাজীপাড়ার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেজাউল করিমের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিকের জীবনের সমাপ্তি ঘটে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত