সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কুষ্টিয়ায় সুদের টাকার জেরে পল্লী চিকিৎসক খুন
এলাকায় পুলিশ মোতায়েন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৫ PM
কুষ্টিয়ার কুমারখালীতে সুদের টাকার জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুর রাজ্জাক বিশ্বাস (৪০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহত রাজ্জাক বিশ্বাস একই এলাকার মৃত ভাদু বিশ্বাসের ছেলে ও স্থানীয় পল্লী চিকিৎসক ছিলেন তিনি।

এদিকে এ হত্যাকান্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। হামলা, মামলা ও লুটপাটের ভয়ে গৃহপালিত পশু, মালামালসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন অনেকেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, সুদের টাকার লাভাংশের জেরে বর্তমান মেম্বর সবুজ, মেম্বরের চাচাতো ভাই জহুরুল ও সমর্থক মোক্তার হোসেনসহ বেশকিছু লোকজন দেশীয় অস্ত্র ফাঁলা দিয়ে খুচিয়ে খুচিয়ে রাজ্জাককে হত্যা করে। থানায় মামলা করা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, টাকা পয়সা নিয়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িত সন্দেহে মেম্বরের স্ত্রীসহ কয়েকজনকে আটক করা হয়েছে। 

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুষ্টিয়া   খুন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত