কক্সবাজারের রামু এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ‘আরসার’ সক্রিয় এক সদস্যসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃতরা হল, টেকনাফ হোয়াইক্যং ইউপিস্থ উনচিপ্রাং ২২ ক্যাম্পের ব্লক- সি এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. শফিক(৩০) ও একই ক্যাম্পের ব্লক-ডি/০৪এর বাসিন্দা রশিদ আহাম্মদের ছেলে ইসমাইল প্রকাশ ইসলাম(২৬)।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
বাবু/জেএম